মূসা আঃ এর সাথে আল্লাহর কথোপকথন by merciful servant ।অনুবাদক মারুফ আহমেদ।

মূসা আঃ এর সাথে আল্লাহর কথোপকথন।                         অনুবাদক মারুফ আহমেদ।


Musa aw / Moses pbuh speaks to Allah by marciful servent
translated in Bangla by Maruf Ahmed,


মুসা (আ:) তার রবকে বললেন ,হে আমার রব ,আপনি আদমকে (আ:) সৃষ্টি করেছেন পচাঁ কাদা এবং শুষ্ক মাটি দিয়ে।
 এবং তার মধ্যে আপনার রুহ ফু’কে দিলেন।এবং ফেরেস্তাদের দ্বারা সেজদা করিয়েছিলেন।এবং জান্নাতে প্রবেশ করালেন।
অত:পর আপনি তার অনুতাপ গ্রহন করে তাকে খমা করলেন।এবং আপনার এ সকল উপকারের জন্য সে কিভাবে আপনাকে ধনবাদ জানালো।
আল্লাহ বলেন, হে মুসা (আ:) এতটুকুই আদাম (আ:) এর জন্য যথেষ্ট ছিল 
যখন সে বলেছিল সকল প্রসংশা আল্লাহর। যিনি পৃথিবীর প্রভু।
মুসা (আ:) জিজ্ঞাসা করলো -ও আমার রব যখন কোন দাস প্রার্থনায় ঝুকে থাকে এবং আপনাকে ডাকে তখন আপনি কি বলেন?
আল্লাহ বলেন, আমি তাকে বলি আমি এখানে আমার বান্দা। 

মূসা (আঃ) আবার জিজ্ঞাসা করলেন যদি কেউ সিজদারত অবস্থায় বলে?
আল্লাহ বলেন তখন আমি তাকে বলি ও আমার বান্দা আমি এখানে। 

মূসা আঃ জিজ্ঞাসা করলেন, যে বলে সে যদি গুনাহগার হয়। আল্লাহ বলেন তখন আমি তাকে বলি ও আমার বান্দা আমি এখানে, আমি এখানে ,আমি এখানে। 
প্রকৃতপক্ষে আল্লাহ মহান।
আল্লাহ মুসা (আ:) ইমরান (আ:) এর পুত্রকে বললেন, যখন সে তাওরাত গ্রহণ করছিলেন মুসা (আ:) তার রবকে বলেছিলে|,
 ও আমার রব আমি দেখছি যে, তাওরাতে এটা লেখা যে, একটা উম্মত আসবে যদি খাদ্যের একটুখানি টুকরো ও তাদের পেটে আটকে থাকে আপনি তাদের গুনাহ মাফ করে দেন কারন, 
তারা খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে এবং খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলে। 
ও আল্লাহ , এটা আমার উম্মতের জন্য দিয়ে দাও আল্লাহ মুসা (আ:) কে বললেন, হে মুসা (আ:) এটা মুহাম্মাদ (সা:) উম্মত এর জন্য মুসা (আ:) তার রবকে বললেন, 
ও আমার রব এই ফলোকে এটা লেখা যে একটা উম্মত আসবে যদি তাদের কেউ কোন গুনাহের কাজ করতে নেয় কিন্তু আল্লাহর ভয়ে তা করে না এবং ছেরে দেয়। 
আপনি লিখেছেন তার জন্যে রয়েছে একটা ভাল কাজের সওয়াব ও আল্লাহ এটা আমার উম্মতের জন্য দিয়ে দাও আল্লাহ মুসা (আ:) কে বললেন, এটা মুহাম্মাদ (সা:)মের উম্মত এর জন্য মুসা (আ:) তার রবকে বললেন।
 ও আমার রব এই ফলোকে এটা লেখা যে একটা উম্মত আসবে আসবে যদি তাদের কেউ কোন ভালো কাজ করতে নেয় কিন্তু করতে পারল না আপনি এটা লেখা যে তার জন্যে রয়েছে একটা ভাল কাজের সওয়াব আর যদি সে ওই কাজটা করলো এটা লেখা যে তার জন্যে রয়েছে ১০ টি থেকে ৭০০র ও বেশি ভাল কাজের সওয়াব ও আল্লাহ এটা আমার উম্মতের জন্য দিয়ে দাও 
আল্লাহ মুসা আ: কে বললেন এটা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এর জন্য মুসা আ তার রবকে বললেন হে আমার রব আমাকে মুহাম্মাদ স এর উম্মত এর মধ্যে থেকে একজন বানিয়ে দাও।



এক সময় কিছু সাহাবা মুহাম্মাদ স এর কাছে আসলেন।যুদ্ধের মধ্যে। যুদ্ধ চলাকালিন।একটা তিব্র যুদ্ধ হচ্ছিল, তারা তার (স:) এর কাছে যুদ্ধ চলাকালিন সময়ে আসলেন এবং বললেন- থাকিফ এর লোকরা আমাদের তীর দিয়ে মারছে। আপনি দুয়া করুন আল্লাহ তাদের যেন ধ্বংষ করে দেয়।তাদের পৃথিবী থেকে যেন সাফাই নিশ্চিন্হ করে দেয়।অতঃপর তিনি তার হাত উঠালেন সাহাবিরা দুয়ার জন্যে হাত উঠাতে দেখে ভাবলেন, মনে করলেন।ব্যস, আর না তারা এইবার শেষ। অতঃপর তিনি যখন তার মুখ খুললেন বললেন আল্লাহ থাকিফ বাসিন্দাদের পথ প্রদর্শন করুন।সে তার সাথিদের বললেন আমি লোকদের অভিশাপ দিতে আসিনি। শাস্তি দিতে আসিনি শান্তি দিতে এসেছি আমি কল্যানের জন্যে এসেছি।আল্লাহর সৃষ্টির দয়ার জন্যে এসেছি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ